ফরিদপুরে নেতাকর্মীদের ঈদ উপহার দিলো স্বেচ্ছাসেবকলীগ
ফরিদপুরে দলীয় নেতা-কর্মীদের মাঝে ঈদ উপহার হিসেবে বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করেছে স্বেচছাসেবক লীগ। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের ঝিলটুলীতে কবি নজরুল ইসলাম অডিটোরিয়ামে এসব সামগ্রী তুলে দেন নেতৃবৃন্দ।
এসময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ফাইন, শহর স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল জলিল শেখ, সাধারণ সম্পাদক এটিএম জামাল তুহিন প্রমুখ উপস্হিত ছিলেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ফাইন জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জেলা ও শহর স্বেচ্ছাসেবক লীগের ৫ শতাধিক নেতাকর্মীদের মাঝে উপহার হিসেবে পোলাও চাল, সেমাই, গুড়ো দুধ, চিনি, তেল, মুড়ি, চিড়া ও কিসমিস প্রদান করা হয়।