গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার হতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা হস্তান্তর করা হয়েছে।
আজ ১৪ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ২ টি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা ফমেক হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ সাইফুর রহমান ও ফমেক এর অধ্যক্ষ ডাঃ মোস্তাফিজুর রহমানের হাতে তুলে দেন জেলা প্রশাসক অতুল সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রোকসানা রহমান, ফমেকের উপাধ্যক্ষ ডাঃ দিলরুবা জেবা, ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন এর সভাপতি প্রফেসর এম এ সামাদ, সাধারন সম্পাদক আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটো, সিভিল সার্জন ডাঃ মোঃ ছিদ্দিকুর রহমান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোশাররফ আলী প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, করোনা সংক্রমন এখনো যায়নি। করোনা মোকাবেলায় বিগত দিনে আপনারা যেভাবে কাজ করেছেন এখনো সেভাবেই কাজ করতে হবে। সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আজকের এই দুটি হাই ফ্লো ন্যাজাল ক্যানোলার মাধ্যমে ফমেক হাসপাতালে মোট ১০ টি হলো। করোনা চিকিৎসায় ফমেক হাসপাতাল আরও অগ্রসর হলো। আমি আশা করবো এখন আর কোন রোগীকে করোনা চিকিৎসার জন্য ঢাকায় যেতে হবে না।