করোনা ভাইরাসের কারণে কর্মবিমুখ হয়ে পড়া কুষ্টিয়ার দরিদ্র শ্রেনীর আলেম-উলামাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পুলিশ সুপার।
আজ (বৃহস্পতিবার) সকাল ৯টায় কুষ্টিয়া পুলিশ লাইন্স চত্বরে কুষ্টিয়ার ৬ উপজেলা নিম্ন ও মধ্যবিত্ত আয়ের ১১০ জন আলেম উলামাদের মাঝে ঈদ উপলক্ষ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত। বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ শহীদ আবু সরোয়ার পুলিশ সুপার ইনসার্ভিস ট্রেনিং সেন্টার কুষ্টিয়া, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান,অত্র জেলার কর্মরত ২৪তম বিসিএস ফোরামের কর্মকর্তাগন ও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবসহ প্রমুখ।
খাদ্য সহায়তা বিতরণ পুর্বে মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করেন বাংলাদেশ জাতীয় মুফাস্সীর পরিষদের কুষ্টিয়া জেলা সভাপতি আলহাজ্ব মুফতি আব্দুল হান্নান।