• ঢাকা
  • মঙ্গলবার, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৪ ইং
এক ব্যতিক্রমধর্মী দূর্গা পূজার আয়োজন করে এরেন্দা দত্তবাড়ি

মানিক কুমার দাস ফরিদপুর জেলা প্রতিনিধি

এক ব্যতিক্রমধর্মী দুর্গাপূজার আয়োজন করে এরেন্দা দত্তবাড়ি পূজা মন্দির কতৃপক্ষ।

ব্যতিক্রমধর্মী এ কারণে যে এই মন্দিরের প্রতিমায় কোন মহিষ থাকে না ।
অনন্য দুর্গা মন্দির সাধারণ তো মহিষ থাকলেও এ দুর্গা প্রতিমায় সেটা অনুপস্থিত।
যুগ যুগ এ মন্দিরে চালু রয়েছে। তাছাড়া অন্যান্য পূজার মত এখানেও নিয়ম মেনে ৪ দিন পূজা অনুষ্ঠিত হয়। পূজা শেষে যথারীতি বিসর্জন ও দেওয়া হয়
তাতে স্থানীয় এলাকাবাসী ছাড়াও অনেক বহিরাগত লোকজন অংশগ্রণ করে থাকেন।
এই পূজার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছেন পূজা চলাকালে কয়েকদিন এখানে নিরামিষ খাওয়া হয় এবং দশমী পূজার পর মৎসমুখ করানো হয়।
উল্লেখ করা যেতে পারে এই গ্রামে একটি মাত্র দুর্গাপূজা হয় তা এই দত্ত বাড়ির ।
রাজবাড়ী সদর উপজেলার কোলার হাটের পার্শ্ববর্তী গ্রাম এরেন্দা এখানেই প্রতিবছর দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।
এই পুজোটা কবে থেকে আরম্ভ হয়েছে তা বলতে পারবে না কেউ।
তবে ব্যতিক্রমধর্মী দূর্গা পূজার জন্য এই মন্দিরটা বিখ্যাত।
এবারও এখানে দুর্গাপূজো শেষ হচ্ছে এবং প্রতিদিনই হাজার হাজার লোক এই মন্দিরে আসছেন প্রতিমা দেখছেন পূজা উপভোগ করছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।