• ঢাকা
  • মঙ্গলবার, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মে, ২০২৪ ইং
দুই যুগ পর নতুন কমিটি হওয়ায় ছাত্রলীগের বোয়ালমারীতে আনন্দ মিছিল

বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগের ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলা ও পৌর শাখার নতুন কমিটি গঠিত হওয়ায় সোমবার বেলা সাড়ে ১২টার দিকে আনন্দ মিছিল করেছে বোয়ালমারী উপজেলা ও পৌর ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দের আগমনে ছাত্রলীগের নেতৃবৃন্দ এ মিছিল করে। আনন্দ মিছিলটি পৌরসদরের ডাকবাংলো সামনে থেকে শুরু হয়ে প্রধান সড়কগুলি প্রদক্ষণ শেষে ওয়াপদা মোড়ের কাজী হারুন শপিং কমপ্লেক্সের সামনে এক পথসভায় অংশ নেয়। পথসভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা তমালের সভাপতিত্বে রাখেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক মো. ফাহিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক আফিক বিন ইসলাম অর্ক, অমিত বিশ্বাস অর্ক,  সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন আহমেদ সোহান, ফরিদপুর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমামুল মিয়া আজম, মধুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন, বোয়ালমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক, পৌর ছাত্রলীগের সভাপতি মো. আমিনুর শেখ ফাহিম, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম মৃদুল, মো. সিফাত হোসেন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বিগত প্রায় দুই যুগ এ উপজেলায় ছাত্রলীগের কোন কমিটি ছিলো না। এ নিয়ে  ছাত্রলীগ কর্মীদের কেউ কোন খবর রাখেননি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ অঞ্চলের মাটি ও মানুষের নেতা মো. আবদুর রহমানকে দায়িত্ব দেওয়ায় তিনি ছাত্রলীগের একটি সুন্দর কমিটি উপহার দিয়েছেন। গত ২০০১ সালে সর্বশেষ এ উপজেলায় ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, গত ১২ জুন ফরিদপুর জেলার অন্তর্গত বোয়ালমারী উপজেলা শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে জেলা  ছাত্রলীগের এক সিদ্ধান্ত মোতাবেক মোর্তুজা আলী তমালকে সভাপতি, প্রান্ত সিদ্দিককে সাধারণ সম্পাদক ও সাব্বির হোসেন প্রিন্সকে সাংগঠনিক সম্পাদক করে আগামী এক বছরের জন্য উপজেলা শাখার আংশিক কমিটি অনুমোদন দেন। এছাড়া, বোয়ালমারী পৌর শাখার মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী এক বছরের জন্য মো. আমিনুর শেখ ফাহিমকে সভাপতি, মো. সিরাজুল ইসলাম মৃদুলকে সাধারণ সম্পাদক ও সাফাত ইসলাম বাপ্পীকে সাংগঠনিক সম্পাদক করে বোয়ালমারী পৌর শাখার আংশিক কমিটির অনুমোদন দেন। এর আগে বোয়ালমারী উপজেলা ও পৌর ছাত্রলীগের নতুন নেতৃত্ব তৈরি করতে জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ নেতৃত্বে আসার জন্য বায়ুডাটা জমা নেন। প্রায় ৭৬ জন ছাত্রলীগ কর্মী বায়ুডাটা জমা দেন বলে ফরিদপুর জেলা ছাত্রলীগের কার্যালয় সূত্রে জানা গেছে। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করা হবে বলে সূত্র জানায়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।