• ঢাকা
  • শনিবার, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা জুন, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
করোনার  টিকা আবিষ্কার ব্রিটেনের, ইঁদুরে সফল প্রয়োগ 

ছবি- সংগৃহিত

করোনার  টিকা আবিষ্কার ব্রিটেনের, ইঁদুরে সফল প্রয়োগ 

 ব্রিটিশ বিজ্ঞানীদের একটি দল জানিয়েছে যে, কোভিড-১৯ বা করোনাভাইরাসের একটি ভ্যাকসিন (টিকা) তৈরি করেছেন তারা। বর্তমানে ভ্যাকসিনটি আরো উন্নত করার কাজ চলছে।

 গবেষকরা জানিয়েছেন, তারা সফলভাবে ইঁদুরের ওপর ওই ভ্যাকসিনের পরীক্ষা চালিয়েছেন। 

ব্রিটিশ বিজ্ঞানীরা আশাবাদ ব্যক্ত করেছেন, করোনাভাইরাসের ভ্যাকসিনটি জুনের মধ্যে মানবদেহে পরীক্ষার (ট্রায়াল) জন্য প্রস্তুত হতে পারে।

লন্ডনের ইম্পেরিয়াল কলেজের সিনিয়র গবেষক ডক্টর পল ম্যাকে বলেছেন, ইঁদুরের ওপর ইনজেকশন দেওয়ার এক মাস পর থেকে ফলাফল পেয়েছি আমি। এই ভ্যাকসিন সত্যিই কার্যকর হয়েছে।

 এই দলটির প্রধান প্রধান ডঃ রবিন শটক। তার নেতৃত্বে দলটি বর্তমানে প্যারিসের বিজ্ঞানীদের সাথে কাজ করছেন। বানরের ওপর ভ্যাকসিনটির কার্যকারিতা নির্ধারণে তারা সেখানে কাজ করছেন। 

ডক্টর ম্যাকে জানিয়েছেন, তারা মানুষের ওপর ‘ক্লিনিক্যাল ট্রায়াল’ পরিচালনা করতে মেডিকেল রিসার্চ কাউন্সিলের কাছে আরও অর্থের জন্য আবেদন করেছেন।

তিনি বলেন, যদি আমরা মানুষের ওপর ‘ক্লিনিক্যাল’ পরীক্ষার জন্য তহবিল পাই, তবে আমরা ভ্যাকসিনটি জুনের মধ্যে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেবো। 

ম্যাকে জানান, যদি ব্রিটিশ বিজ্ঞানীদের ভ্যাকসিন তৈরিতে সরকারের সমর্থন থাকে তবে তা দুর্দান্ত ফলাফল বয়ে আনবে। 

ব্রিটিশ বিজ্ঞানীদের ওই দলটি জানিয়েছে, মানুষের ওপর ভ্যাকসিনের পরীক্ষাগুলো সফল হওয়া উচিত।

তারা আশাবাদী, একবছরের মধ্যেই রোগীদের জন্য এই ভ্যাকসিন পাওয়া যাবে।

এদিকে, ভ্যাকসিন নিয়ে কাজ করা প্লাইমাউথ বিশ্ববিদ্যালয়ের একটি গ্রুপ জানিয়েছে, তারা সাংহাই ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট এবং ক্যানসাস স্টেট ইউনিভার্সিটির সঙ্গে একযোগে কাজ করছে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রানীদের দেহে কোভিড -১৯ প্রতিরোধের বিষয়ে একটি ভ্যাকসিন তৈরি করছেন তারা। এটা ভবিষ্যতের প্রাদুর্ভাব এবং এই রোগের পুনরায় উত্থান বন্ধ করবে। 

টিভিজি নামের সংস্থার প্রতিষ্ঠাতা এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মাইকেল জারভিস বলেছেন, কোভিড -১৯ এর প্রাদুর্ভাব দেখিয়েছে যে, বিশ্বব্যাপী প্রাণী থেকে মানুষের মধ্যে রোগের বিস্তারের ফলে সামাজিক, অর্থনৈতিক এবং বাণিজ্যিক ব্যয় অনেকটাই বেড়ে যেতে পারে। 

তিনি বলেছেন, স্বাভাবিকভাবেই মানুষের ভ্যাকসিন এবং চিকিত্সার উন্নয়নের জন্য তহবিল যোগানের ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়ার বিষয়টি আমলে নিতে হবে। 

তবে ভবিষ্যতে প্রাদুর্ভাব বা পুনরায় বিস্তার রোধে এবং কোভিড -১৯ নির্মূল করার ক্ষেত্রে পদ্ধতির বিষয়ে অবগত নন বলে জানান তিনি। 

 

সূত্র : দ্য স্টার অনলাইন (ইউকে), মেট্রো নিউজ (ইউকে)

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুন ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« মে  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।