বিশেষ প্রতিনিধি ঃ–
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অবস্থিত শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বুধবার শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সভাপতি জনাব কাজী শাহাজাহান হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে কাজী সিরাজুল ইসলাম বলেন আওয়ামী লীগের হাতে দেশ আজ নিরাপদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই কেবল দেশের উন্নয়ন হয়।
বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন যুগ্ম সচিব (অবসর প্রাপ্ত), জনাব ডাঃ কামাল উদ্দিন আহম্মেদ সহকারী অধ্যাপক, বিভাগীয় প্রধান (কার্ডিওলজী) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, মোঃ আশরাফুল রহমান একাডেমিক সুপারভাইজার আলফাডাঙ্গা, আকরামুজ্জামান মৃধা রুকু আহবায়ক বোয়ালমারী উপজেলা কৃষক লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক উপ-কমিটির সদস্য মোঃ আসাদুল করিম, বানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী হারুন রশীদ, বোয়ালমারী উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক মোঃ কামরুল ইসলাম প্রমুখ।