করোনা ভাইরাস প্রতিরোধে
করোনা ভাইরাস প্রতিরোধে
মধুখালীতে আব্দুর রহমানের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ করোনা ভাইরাস বিস্তার রোধে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য ও ফরিদপুর-১ আসনের দুই বারের সাবেক সাংসদ আব্দুর রহমানের পক্ষ থেকে ফরিদপুরের মধুখালী উপজেলায় ৫শ হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৫-০৪-২০) সকালে উপজেলার আড়পাড়া ইউনিয়নের গড়িয়াদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আব্দুর রহমানের পক্ষে কর্মহীন ৫০০ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলুসহ সাবান ও মাক্স বিতরণ করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, কেন্দ্রীয় আ.লীগের সাবেক উপ-কমিটির সদস্য মো. আশরাফুল ইসলাম জিহাদ, মো. জাহাঙ্গীর হোসেন দিপু, উপজেলা যুবলীগ নেতা হেলালউদ্দিন, আড়পাড়া ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি বাবর আলী সিকদার, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আ. হাই, ৪নং ওয়ার্ড আ.লীগের সভাপতি বাবুল মৃধা, যুবলীগ নেতা ইমরান, ছাত্রলীগ কর্মী রাজিব সাহা প্রমুখ।