মোঃ ওয়াজেদ আলী, গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মালবাহী ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে অপর ট্রাকের সাথে সংঘর্ষে মজিবর রহমান(৩০)নামের এক ব্যক্তির নিহত হয়েছে। নিহত মজিবর রহমান উপজেলার কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের সেলিম মিয়ার ছেলে। জানা যায়, ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌরএলাকার পান্তাপাড়া নামক স্থানে আজ মঙ্গলবার বিকাল ৪ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি মালবাহী ট্রাক ঢাকা মেট্রো-১৪-৮১০২ নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো অপর একটি ট্রাক ঢাকা মেট্রো ২২-৫৭৮৫ এর সাথে সংঘর্ষ হলে এতে চাপা পড়ে ট্রাক মিস্ত্রি মজিবুর রহমান ও ট্রাক হেলপার বাবু মিয়া (৩০) গুরুতর আহত হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার কারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মজিবুর রহমানকে মৃত ঘোষনা করে। নিহত মজিবর পেশায় ট্রাক মিস্ত্রি। সে রাস্তার পাশে দাঁড়ানো ট্রাকটি মেরামতে কাজ করছিল। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী এ দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন।