গভর্নর অফিসিয়াল ক্লাব ভিজিট করেছেন
ডিস্ট্রিক্ট গভর্নর এম খায়রুল আলম, রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮১, বাংলাদেশ। রবিবার দুপুরে গভর্নর অফিসিয়াল ক্লাব ভিজিট করেছেন।
অফিসিয়াল ক্লাব ভিজিট উপলক্ষে ফরিদপুর শহরের ডলসে ভিটা চাইনিজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডিস্ট্রিক্ট গভর্নর এম খায়রুল আলম।
এছাড়াও বক্তব্য রাখেন, রোটারী ক্লাব অফ ফরিদপুর এর প্রেসিডেন্ট নাজমা আক্তার, ক্লাব সেক্রেটারী সম্পা দাস, আইপিপি রোটারিয়ান ডা. এনামুল হক, চাটার্ড মেম্বর রোটারিয়ান পিপি মো. অলিয়ার রহমান খান, এ্যাসিসটেন্ট গভর্নর রোটারিয়ান পিপি কাজী মাহমুদুল হাসান, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান এ্যাড. গোলাম রব্বানী ভূঁইয়া রতন, জোন সেক্রেটারী রোটারিয়ান পিপি মোঃ আলমগীর কবির ভুঁইয়া, প্রেসিডেন্ট নমিনি রোটারিয়ান মোঃ আজমল হোসেন ফকির, ভাইস প্রেসিডেন্ট ডাঃ এ. টি. এম. শাহজাহান কবির, রোটারিয়ান ডাঃ এ কে সালাউদ্দীন আহমেদ দিলীপ, রোটারিয়ান পিপি মোঃ মনির”ল ইসলাম ফরহাদ, রোটারিয়ান চিরঞ্জীব রায়, রোটারিয়ান শিমুল হালদার, রোটারিয়ান অলকেশ রাই, রোটারিয়ান এ্যাডঃ গোলাম মন্সুর নান্নু, রোটারিয়ান কাজী আরিফা আক্তার রীমা, রোটারিয়ান সামছুন্নাহার পপি, রোটারিয়ান আবু সুফিয়ান ইসলাম, রোটারিয়ান প্রফেসর সুকান্- কুমার দে, রোটারিয়ান সৈয়দ আলাওল হোসেন তনু, রোটারিয়ান মো. আকরাম হোসেন প্রমুখ।