সদরপুর উপজেলায় ওকাপের মতবিনিময় সভা
ফরিদপুরের সদরপুরে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) আয়োজিত ওয়ার্ক ইন ফ্রিডম প্রকল্পের আওতায় আজ মঙ্গলবার সদরপুর উপজেলা পরিষদ সভাকক্ষে নারীর ক্ষমতায়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, ভাষাণচরইউ,পি চেয়ারম্যান মো: ছমির বেপারী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার কাজী শামীম আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ তানভীর আখতারসহ উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সভার শুরুতে স্বাগত বক্তব্য এবং সদরপুর উপজেলায় ওকাপের চলমান প্রকল্পের পরিচিতি সম্পর্কে ওকাপের প্রজেক্ট অফিসার, শহীদুল ইসলাম একটা সংক্ষিপ্ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন। পরবর্তীতে সুপ্রিয়া শাহনেওয়াজ, প্রজেক্ট ম্যানেজার ওকাপের কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন এবং তিনি অভিবাসনের বিভিন্ন দিক বিশেষ করে নারী অভিবাসনের ঝুঁকি বা সমস্যা সার্বিক বিষয় তুলে ধরেন। পর্যায়ক্রমে উম্মুক্ত আলোচনায় উপজেলার বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ তাদের মতামত ব্যক্ত করেন।