• ঢাকা
  • শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
আলফাডাঙ্গায় গৃহহীনদের ‘স্বপ্ননগর’ পরিদর্শনে জেলা প্রশাসক

জুন ১৫, ২০২১

বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গৃহহীন-ভূমিহীনদের জন্য নির্মিত আলফাডাঙ্গায় ‘স্বপ্ননগর‘ নামে (আশ্রয়ণ-২ প্রকল্প) ঘর পরিদর্শন করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

মঙ্গলবার (১৫ জুন) বিকেলে আলফাডাঙ্গা উপজেলার কাতলাসুরসহ কয়েকটি স্থানে গৃহহীন পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে নির্মাণাধীন ঘরের অগ্রগতি পরিদর্শন করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ এলাহী জানান, ‘উপজেলার ৬ ইউনিয়নে মোট ৬০০টি ঘর নির্মাণ করা হচ্ছে। চলতি মাসের মধ্যেই কাজ সম্পন্ন হবে। আগামী ২০ জুন উপজেলা প্রশাসন কর্তৃক নির্মাণ সম্পন্ন ঘরগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুবিধাভোগীদের নিকট হস্তান্তর করবেন।’

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী, আলফাডাঙ্গা পৌর মেয়র সাইফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও লায়লা পারভীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রনব পান্ডে প্রমুখ।

এর আগে দুপুরে জেলা প্রশাসক অতুল সরকার বোয়ালমারী উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের ঘরগুলি পরিদর্শন করেন। এ উপজেলায় ১০টি ইউনিয়নে মোট ৩২২টি গৃহ নির্মিত হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, সহকারী কমিশনার (ভূমি) মারিয়া হক, উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম, দাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন প্রমুখ।

পরিদর্শনকালে সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। তিনি সকলকে এক পরিবার ও একাত্ম হয়ে মিলেমিশে থাকাসহ প্রতিটি পরিবারের সদস্যদের গাছ লাগানোর পরামর্শ দেন। এ সময় জেলা প্রশাসক নিজেই আলফাডাঙ্গার আশ্রয়ণ প্রকল্পে দু’টি গাছ লাগান।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।