মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ কৃষকলীগ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বাংলাদেশ কৃষক লীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কৃষকলীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগ ফরিদপুর জেলা শাখার সহ সভাপতি ডাঃ গোলাম কবির, সাধারণ সম্পাদক এ্যাড প্রদীপ কুমার দাস লক্ষন,
সদর উপজেলা কৃষক লীগের আহ্বায়ক শেখ আকতার, সদস্য সচিব জি এম মোর্শেদ প্রিন্স,
সালথা উপজেলা কৃষক লীগ সভাপতি মোঃ সেলিম মোল্লা প্রমুখ সাধারণ সম্পাদক আমিন খন্দকার প্রমুখ।
সভায় বক্তারা -আগামী ১৯ এপ্রিল ২০২২খ্রিঃ বাংলাদেশ কৃষক লীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিটি উপজেলায় পালন করা হবে। বাংলাদেশ কৃষক লীগ সামনের দিনগুলোতে আরো ঐক্যবদ্ধ হয়ে একসাথে কাজ করবে এবং ভবিষ্যতে কোনো অপশক্তি কৃষক লীগের কোন প্রকার ক্ষতি করতে না পারে সেদিকে সকলের খেয়াল রাখতে বলেন ও জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।