• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ২
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টার দিকে ফরিদপুর সদরের বদরপুর এলাকায় ফরিদপুর-সালথা সড়কে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত নূর আলম (৩৫) একজন কৃষক। তিনি ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খালিসপট্টি গ্রামের রতন মোল্যার ছেলে। তিনি বিবাহিত এবং দুই ছেলে ও এক মেয়ের বাবা।
আহত দুই ব্যাক্তি হলেন মাঝারদিয়া ইউনিয়নের খালিসপট্টি গ্রামের শাহ আলম (৩৯) ও মোঃ শরিফুল (৩৭)। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ওসি মোরশেদ আলম বলেন, থ্রি-হুইলার মাহিন্দ্রতে করে সালথা থেকে একটি মামলার হাজিরা দিতে ফরিদপুরে যাচ্ছিলেন নূর আলমসহ একই গ্রামের কয়েকজন। সালথা-ফরিদপুর সড়কে বদরপুর এলাকায় ওই মাহিন্দ্রকে সামনের দিক থেকে একটি ট্রাক আঘাত করলে মাহিন্দ্রটি সড়কের উপর দুমড়ে মুচড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে একজন ঘটনাস্থলেই নিহত হন। আহত দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।