মধুখালীর দুটি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনী তফসিল ঘোষণা
ফরিদপুরের মধুখালী উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন এবং একটি ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ড সদস্য শূণ্য পদে উপনির্বাচন অনুষ্ঠানের জন্য তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী নির্বাচন আগামী ২০ অক্টোবর ২০২০। ইউনিয়ন দুটি হচ্ছে উপজেলার কোরকদি ইউনিয়ন পরিষদ ও গাজনা ইউনিয়ন পরিষদ এবং রায়পুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ড সদস্য শূণ্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশন এর উপসচিব (নির্বাচন পরিচালনা-২) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশ বলে মধুখালী উপজেলা নির্বাচন অফিসার মো.আজিজুল ইসলাম এক গণ-বিজ্ঞপ্তিতে জানান প্রজ্ঞাপন তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিল আগামী ২৩ সেপ্টেম্বর, মনোনয়ন পত্র বাছাই ২৬ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ৩ অক্টোবর এবং নির্বাচন ২০ আক্টোবর ২০২০।