• ঢাকা
  • শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বোয়ালমারীতে দুই মিষ্টির দোকানে জরিমানা ৩০ হাজার টাকা
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারে দুই মিষ্টি ব্যবসায়িকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে
আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক। আদালত সূত্রে জানা গেছে, সাতৈর ইউনিয়নের সাতৈর বাজারের মিষ্টির দোকানে ময়লা আবর্জনা এবং দোকানের ভিতরে টয়লেট থাকায় মালিক স্বপন কুমার সাহাকে ১০ হাজার ও তপন কুমার সাহাকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ধারায় এ জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক জানান, উপজেলার বিভিন্ন বাজারে খাবার হোটেল ও মিষ্টির দোকানের পরিবেশ নোংরা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানার পর দুটি দোকানে স্বাস্থ্য সম্মত পরিবেশ না থাকায় দোকানের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়েছে। উপজেলার সকল বাজারে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।