সজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্টে আমরা ভাই ব্রাদার একাদশের জয়লাভ
সজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্টে আমরা ভাই ব্রাদার একাদশের জয়লাভ করেছে।
ফরিদপুরে আজ ১৬ জুলাই বৃহস্পতিবার সজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট জয় লাভ করেছে আমরা ভাই ব্রাদার একাদশ।
বিকেলে ঈশান স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে তারা ৩/১ গোলে ব্রাজিল বয়েস ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে একটি করে গোল করেন শানু, সাইমন, ও রাহি। অন্যদিকে ব্রাজিল বয়েজ ক্লাবের পক্ষে একমাত্র গোলটি করেন অনিক। প্রতিযোগিতায় রেফারির দায়িত্ব পালন করেন কুরবান হোসেন।