চলমান ভাস্কর্য বিতর্ক নিয়ে
বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ : প্রধানমন্ত্রী
চলমান ভাস্কর্য বিতর্ক নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এখানে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে।
বুধবার গণভবন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনাসভায় প্রধানমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, বাংলাদেশ মুসলমান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের মানুষের।
সবার রক্তে দেশ স্বাধীন হয়েছে। আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান বলে এ দেশে অন্য ধর্মের মানুষদের অধিকার বঞ্চিত করা হবে- তা ঠিক নয়।
শেখ হাসিনা সবাইকে সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি গণভবন থেকে আলোচনা সভায় যোগ দেন। তিনি এতে সভাপতিত্ব করেন।
প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে তার দল ও অঙ্গসংগঠনের অবদানের কথা উল্লেখ করে নেতাকর্মীদের জনগণের সেবায় নিয়োজিত থাকার আহ্বান জানান।