• ঢাকা
  • শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
কভিড ১৯ সংক্রমণ প্রতিরোধে ফরিদপুর জেলা পুলিশের মসজিদ ভিত্তিক প্রচারনা অনুষ্ঠিত

মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি

কভিড ১৯ সংক্রমণ প্রতিরোধে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে মসজিদ ভিত্তিক প্রচারণা শুক্রবার অনুষ্ঠিত হয়। আজ ফরিদপুর জেলা পুলিশ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে  জানানো হয় সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসে (কোভিড-১৯) -এর প্রকোপ বেড়ে যাওয়ায় ফরিদপুর জেলা পুলিশ কর্তৃক ফরিদপুর জেলার জনসাধারনকে সংক্রমণের এই উর্ধ্বগতির সময়ে ঘরে থাকার এবং সরকার কর্তৃক প্রজ্ঞাপিত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিভিন্নভাবে আহ্বান জানানো হয়। এরই ধারাবাহিকতায় ফরিদপুর জেলার আওতাধীন ০৯ টি থানার ৮০(আশি) টি মসজিদে সংশ্লিষ্ট ইউনিটের পুলিশ অফিসারগণ মসজিদ ভিত্তিক প্রচারনার অংশ হিসেবে করোনাকালে সচেতনতামূলক বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পুলিশ সুপার, ফরিদপুর মহোদয়ের নির্দেশক্রমে ফরিদপুর জেলার সকল অফিসার ইনচার্জ ও বিট পুলিশের দায়িত্বপ্রাপ্ত অফিসারগণ অদ্য ১৬-০৭-২০২১ খ্রিঃ শুক্রবার জুম্মার নামাজের অব্যবহিত পরেই মসজিদে আগত মুসল্লীগণের উদ্দেশ্যে করোনা মহামারীর কঠিন সময়ে জনগণের করণীয় ও বর্জনীয় দিক সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। করোনা সংক্রমন ও করোনা ভাইরাসে মৃত্যু গ্রাম-গঞ্জে ছড়িয়ে পড়েছে বিধায় জরুরী প্রয়োজন ছাড়া আপনারা ঘরের বাহিরে বের হবেন না। হাট-বাজার বা চায়ের দোকানে আড্ডা-গল্প করবেন না। জরুরী প্রয়োজনে আপনারা ঘরের বাহিরে বের হলে অবশ্যই মাস্ক পরবেন। আপনারা বাসায় বার বার সাবান ও হ্যান্ড স্যানিটাইজারের মাধ্যমে হাত পরিস্কার করুন। সকলেই হ্যান্ডসেক ও একে অপরের কাছাকাছি আসা হতে বিরত থাকুন। সামাজিক দূরত্ব বজায় রাখুন ও ভীড় এড়িয়ে চলুন। সরকারি বিধি-নিষেধ মেনে না চললে গ্রেফতার ও জরিমানার সম্মুখীন হতে হবে। জ্বর-সর্দি ও কাশি হলে অবহেলা না করে নিকটস্থ হাসপাতালে করোনা টেস্ট করুন। যার যার সাধ্যমত পুষ্টিকর খাবার, ফল-মূল, শাক-সবজি বেশি বেশি খান। সকল নাগরিককে করোনা মহামারীতে তার পার্শ্ববর্তী অসহায়, নিঃস্ব, দরিদ্র ও কর্মহীন লোকদের পাশে দাড়ানোর আহ্বান ও পরামর্শ দেন মসজিদে বক্তব্য প্রদানকারী পুলিশ অফিসারগণ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।