• ঢাকা
  • শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতে অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস ও জরিমানা আদায়

শফিকুল খান জনি,নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃফরিদপুরের নগরকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে স্যালো মেশিন চালিত ৩টি ড্রেজার মেশিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম আব্দুল্লাহ আল মামুন এই অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার ব্রাহ্মণডাঙ্গা ও চাদহাট এলাকার ঝুকিপূর্ণ কিছু স্থান থেকে দীর্ঘ দিন ধরে অসাধু কিছু বালু ব্যবসায়ীরা অবৈধভাবে বালু উত্তলন করে আসছিলো।

এমন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে টাস্কফোর্স অভিযান চালিয়ে ৩টি স্যালো মেশিন চালিত মিনি ড্রেজার মেশিন জব্দের পর ধ্বংস করে।

অভিযানের সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িত এরশাদ (২৯) ও শয়ন (৩০) নামের দুই ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার করে মোট ১ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।