ফরিদপুরের নগরকান্দায় সদ্য স্থাপিত সাংবাদিক শফিকুল ইসলাম মন্টুকে সভাপতি ও শাহিদুজ্জামান সাহিদকে সাধারন সম্পাদক করে সম্প্রতি “নগরকান্দা থানা প্রেসক্লাব” এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১০ টায় উপজেলা কোর্টপাড় সংলগ্ন থানা প্রেসক্লাব এর অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করে নগরকান্দা থানা প্রেসক্লাব কতৃপক্ষ।
থানা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মন্টুর শুভেচ্ছা বক্তব্য ও সাংবাদিক ফোরামের সভাপতি মিজান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানের সুচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতি প্রু , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সহকারী পুলিশ সুপার এফ এম মহিউদ্দিন, সহকারী কমিশনার ভূমি আহসান মাহমুদ রাসেল, থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানা, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নিমাই চন্দ্র সরকার, থানা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুস সোবহান মাষ্টার , সাধারন সম্পাদক বিলায়েত হোসেন মিয়া, ফরিদপুর জেলা পরিষদ সদস্য জাকির হোসেন নিলু মিয়া ও আনজুমান আরা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার রিটা, নগরকান্দা মহাবিদ্যালয়ের সাবেক অধক্ষ আবু বকর মিয়া, দৈনিক খোলাচাখ পত্রিকার সম্পাদক প্রকাশক মাহবুব আহাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, নগরকান্দা উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক লিয়াকত হোসেন , ইউপি চেয়ারম্যান আরিফ হোসেন , কাজী আবুল কালাম, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি নিজাম নকিব, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি রাহুল আল ফয়সাল, সাংবাদিক নাসির হোসেন, সাংবাদিক শামিম হোসেন, সাংবাদিক মিজানুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।