ফরিদপুর জেলা প্রতিনিধি
দেশের অন্যতম স্যাটেলাইট চ্যানেল সময় টিভির ১৪ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার শহরের
টেপাখোলা শান্তি নিবাসে এ উপলক্ষে এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শান্তি নিবাসের বসবাসকারী আশ্রিত লোকজন ছাড়াও এতিম শিশুরাও অনুষ্ঠানে অংশ গ্রহণ করে।
ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল এর সঞ্চালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মিসেস ঝর্ণা হাসান বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক নুরুল হুদা, শান্তিনিবাস সেফহোমের উপ তত্ত্বাবধায়ক তাহমিনা জামান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সময় টেলিভিশনের ফরিদপুর জেলা প্রতিনিধি বিকে শিকদার সজল।
অনুষ্ঠানে বক্তারা বলেন যে সময় টিভি দেশের কথা বলে, গণমানুষের কথা বলে, এ কারণে সময় টিভি আজ সর্বস্তরের জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে। শুধুমাত্র দেশের খবর নয় বহির্বিশ্বের খবর, দেশের বিভিন্ন জেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক খেলাধুলার খবর তুলে ধরতে এই চ্যানেলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বক্তারা আগামী দিনে সময় টিভির সফলতা কামনা করেন। এবং এর দীর্ঘায়ু কামনা করেন