ফরিদপুরে নাগরিকদের বিভিন্ন সমস্যা চিন্হিতকরণ ও তার নিরসনে গঠন করা হয়েছে “ফরিদপুর নাগরিক মঞ্চ”।
এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টায় এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক পান্না পালা, ওয়ালি নেওয়াজ বাবু, আওলাদ হোসেন বাবর, আনিসুর রহমান সাবুল, ডক্টর বিপ্লব বালা, মঞ্জু আরা স্বপ্না, আসাদুল হক আসাদ, সাজ্জাদ হোসেন রনি, এম এ আজিজ, শফিকুল হক মনি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকন।
সভায় বক্তারা এ জেলার নাগরিকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে নাগরিক মঞ্চে তা সমাধানে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবে বলে জানানো হয়।
এর আগে কমিটির নাম ঘোষণা করা হয়। ঘোষণা অনুযায়ী সভাপতি আওলাদ হোসেন বাবর, সহ- সভাপতি এ্যাডভোকেট শিপ্রা গোস্বামী ও এ্যাডভোকেট আনিসুল হাসান রেজা কুমকুম, সাধারণ সম্পাদক পান্না বালা, সহ-সাধারণ সম্পাদক আনিসুর রহমান চৌধুরী সাবুল, অর্থ সম্পাদক সুজিত কুমার দাস, দপ্তর সম্পাদক মশিউর রহমান খোকন, গবেষণা সম্পাদক মাহফুজুল আলম মিলন, গবেষণা সম্পাদক সৈয়দ জুনায়েদ পারভেজ বাবু, প্রচার সম্পাদক শেখ মফিজুর রহমান শিপন, নির্বাহী সদস্য অধ্যাপক এম এ সামাদ, অধ্যাপক আলতাফ হোসেন, ডক্টর বিপ্লব বালা, কবিরুল ইসলাম সিদ্দিকী, আসমা আক্তার মুক্তা ও হাসানুজ্জামান।