স্বাভাবিক জীবন যাপনের নিশ্চয়তা পাচ্ছেন না ফরিদপুরের আলফাডাঙ্গা সদর ইউনিয়নের নাওড়া মিঠাপুর গ্রামের নিরীহ কৃষক জামিল তালুকদার ।
সম্প্রতি জামিলের ওপর তুচ্ছ ঘটনায় হামলা করে প্রতিপক্ষ দলের লোকেরা।
হামলার শিকার হয়ে আহতের স্ত্রী রুমা আক্তার ন্যায়বিচার চেয়ে ফরিদপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৬ জনের বিরুদ্ধে মামলা করেন।
জানা যায়,জমিজমা জের ধরে একই গ্রামের লিটন গংদের সাথে দীর্ঘদিন জামিল গংদের ঝামেলা রয়েছে।
জামিল বাড়ীর সাথে ফলের গাছ পরিস্কার করতে গেলে লিটন গংরা ওই গাছ দাবি করে। এ নিয়ে উভয় দলের মধ্যে কথাকাটি হলে অহেতুক ভাবে লিটন গং জামিলের ওপর হামলা চালিয়ে হাতের বৃদ্ধা আংগুলসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে আলফাডাঙ্গা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে, আদালতে মামলা দায়েরের পর থেকে আসামিরা কৃষক জামিল ও তার পরিবারকে হুমকি দিচ্ছেন।
জামিলেল স্ত্রী রুমা আক্তার জানান, আগেও তারা আমার স্বামীকে মারধর করেছে। বাড়িঘরে হামলা চালিয়েছে এবং তারা যেকোন সময় আমার স্বামীকে মেরে ফেলতে পারে। তাদের ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি।
এ ঘটনায় লিটনের সাথে মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।
এ ঘটনায় জামিলের পক্ষে সুষ্ঠ ন্যায় বিচার দাবি করেন সুধীজন।