মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি
বর্ণাঢ্য রেলি, আলোচনা সভা, ও কেক কাটার মধ্য দিয়ে ফরিদপুরে এশিয়ান টিভির দশম বর্ষে পদার্পন অনুষ্ঠান আজ ১৮ জানুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হয়।
উপলক্ষে ফরিদপুর প্রেসক্লাবে বর্ণাঢ্য রেলি ,কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি পান্না বালা, আরটিভির জাকির হোসেন, সহ-সভাপতি ও এনটিভির সন্জীব দাস, নিউজ 24 এর সোহাগ জামান, লাইফ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব এমএ আজিজ মুন্সি, অনুষ্ঠান সঞ্চালনা করেন এশিয়ান টিভির ফরিদপুর জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম।
সভায় বক্তারা বলেন এশিয়ান টিভি বস্তুনিষ্ঠ খবরে পরিবেশন করে ইতোমধ্যে দর্শক চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে। পাশাপাশি তারা বিনোদন জগতে অন্যতম ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে। তারা এই চ্যানেলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এবং আগামী দিনে টেলিভিশন সাংবাদিকতা এশিয়ান টিভি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।