ফরিদপুরে গুহ লক্ষ্মীপুর ফুটবল টুর্নামেন্ট শুরু
১৮ জুলাই ২০২০ শনিবার
ফরিদপুরে আজ থেকে শুরু হয়েছে গুহ লক্ষ্মীপুর ফুটবল টুর্নামেন্টে। উদ্বোধনী দিনেই দুটো ম্যাচেই টাইব্রেকারে গড়ায়।
ফরিদপুর শহরের গুহ লক্ষীপুর কাঠালতলা মাঠে অনুষ্ঠিত গুহ লক্ষ্মীপুর ফুটবল টুর্ণামেন্টে উদ্বোধন হয়েছে আজ। উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় আলিপুর সুপারস্টার ১/০ গোলে হরিজন বন্ধু ক্লাবকে পরাজিত করে। খেলা নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র ছিল।
দিনের অপর ম্যাচে আলিপুর উদয়ন সংঘ টাইব্রেকারে ১/০ গোলে এবি লক্ষ্মীপুর সুপারস্টার ক্লাবকে পরাস্ত করেন। স্থানীয় বাসিন্দা আলভী, কামাল, ও রাফিজ এই টুর্নামেন্টের আয়োজক। মোট১৪ টি দলকে নিয়ে দুই গ্রুপে বিভক্ত হয়ে লিগ পদ্ধতিতে এই টুর্নামেন্ট শুরু হয়েছে।