• ঢাকা
  • বুধবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ ইং
বোয়ালমারীতে গরু নিয়ে পালাতে গিয়ে জনতার ধাওয়ায় চোর আটক

বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে গরু চুরি করে পালাতে গিয়ে জনতার হাতে ধরা পড়েছে এক চোর। এ ঘটনায় শুক্রবার বোয়ালমারী থানায় মামলা হয়েছে। পুলিশ শুক্রবার বিকেলে রবিউল ইসলাম রবিন নামে চোরকে ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার ভোর রাতে তিন-চার জনের একদল গরু চোর
বোয়ালমারী পৌরসভার কলারন গ্রামের আরব আলীর বাড়ি থেকে তিনটি গরু চুরি করে। গরু তিনটিকে পাশের গোল্ডেন জুট মিলের নিকটবর্তী একটি ব্রিজের উপর থেকে ট্রাকে তুলছিল। একটি গরুকে ট্রাকে তোলার পর এলাকাবাসীর ধাওয়া খেয়ে ট্রাক চালক গরুসহ ট্রাক নিয়ে পালিয়ে যায়। এ সময় বাকি চোরেরা ট্রাকে উঠে পালাতে পারলেও রবিউল ইসলাম রবিন নামে এক চোর দৌড়ে পালানোর চেষ্টাকালে বোয়ালমারী চৌরাস্তা নামক স্থানে জনতার হাতে ধৃত হয়। রবিউল ইসলাম রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার রামদিয়া গ্রামের আব্দুস সালামের ছেলে। এ ঘটনায় গরুর মালিক আরব আলী বাদি হয়ে বোয়ালমারী থানায় মামলা করেছে। থানা পুলিশ গরু চোর রবিউল ইসলামকে ফরিদপুর আদালতে প্রেরণ করেছে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, গরু চুরির ঘটনায় মামলা হয়েছে। আটক রবিউলকে শুক্রবার ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।