• ঢাকা
  • মঙ্গলবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই জানুয়ারি, ২০২৫ ইং
সম্মিলিতভাবে চেষ্ঠা করলে শিক্ষার মান বৃদ্ধি হবে- নুরুল ইসলাম

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

শিক্ষার মান উন্নয়নের লক্ষে ফরিদপুরের সালথা উপজেলার জয়ঝাপ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

অত্র বিদ্যালয়ের সভাপতি ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (এস্টেট ভূমি), যুগ্মসচিব মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সিঙ্গাপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান, প্রধান শিক্ষক মো. মিরাজ আলী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোশাররফ তালুকদার, মাহবুব মাতুব্বর, চুন্নু মোল্যা, রোকন খানসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

এসময় সভাপতির বক্তব্যে যুগ্মসচিব মোহাম্মদ নুরুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক এই তিন শ্রেনীর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার গুণগত মান উন্নত করা সম্ভব, এবং আমরা সেটা করে যাচ্ছি। ম্যানেজিং কমিটির যারা সদস্য আছেন ও শিক্ষকবৃন্দ এরা প্রতি মাসে উঠান বৈঠকের মতো অভিভাবকদের নিয়ে বেঠক করবেন। সেখানে তারা কর্মপন্থা নির্ধারণ করবেন। সেই অনুপাতে সম্মিলিতভাবে চেষ্ঠা করলে এই এলাকার শিক্ষার মান বৃদ্ধি হবে।

১৯ নভেম্বর ২০২২

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।