• ঢাকা
  • শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
শিবচরে বাস দুর্ঘটনায় নিহত সরকারি কর্মকর্তাকে ভাঙ্গায় শেষ শ্রদ্ধা

মোঃ রমজান শিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-১৯/০৩/২০২৩
ভাঙ্গা-ঢাকা হাইওয়ে এক্সপ্রেসের শিবচরে ইমাদ পরিবহনের ভয়াবহ দুর্ঘটনায় নিহত পরিবার পরিকল্পনা উপ পরিচালক অনাদি রঞ্জন মজুমদার নিহত হয়। সর্বশেষ সে গোপালগঞ্জ জেলায় কর্মরত ছিলেন। এরআগে দীর্ঘদিন সে ভাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসাবে চাকুরি করেছেন। তার স্ত্রী অনিতা দত্ত বর্তমানে ভাঙ্গা উপজেলা শিক্ষক রির্সোস সেন্টারের কর্মকর্তা হিসাবে কর্মরত আছেন। আজ রোববার সকালে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসে করে অফিসের কাজে ঢাকা যাচ্ছিলেন নিহত অনাদি রঞ্জন মজুমদার। পথিমধ্যে শিবচরে কুতুবপুর এলাকায় বাসটি দুর্ঘটনার শিকার হয়। এতে কমপক্ষে ১৯ যাত্রী নিহত সহ ১৮ জন যাত্রী গুরুতর আহত হয়। দুর্ঘটনায় সরকারি কর্মকর্তা অনাদি রঞ্জন মজুমদারের মৃত্যুর সংবাদে পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। দুপুরে শিবচর থানা পুলিশের কাছ থেকে তার লাশ গ্ৰহন করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তার সাবেক কার্য্যালয় আনা হয়। সেখানে কিছু সময় লাশটি রাখা হলে সকলে তাকে চোখের জল ও ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। এরপরে তার লাশটি তার গ্ৰামের বাড়ী মোল্লার হাটে নিয়ে তার সৎকার করা হয়। অত্যন্ত নম্র বিনয়ী এই সরকারি কর্মকর্তাকে হারিয়ে সকলেই শোকে পাথর হয়ে যায়। তিনি বাবা, মা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবীন্দ্রনাথ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহসিন রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রলাদ বিশ্বাস, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, বিভিন্ন ইউনিয়নের কর্মরত সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মাঠকর্মীগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, ভাঙ্গা প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক ওবায়দুল আলম সম্রাট, সাপ্তাহিক ভাঙ্গার আলো পত্রিকার সম্পাদক গোলাম কিবরিয়া বিশ্বাস, সাপ্তাহিক ভাঙ্গার কন্ঠ পত্রিকার সম্পাদক মজিবর মুন্সী, সাংবাদিক অজয় দাস, সাংবাদিক দিলীপ দাস, সাংবাদিক রমজান শিকদার প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।