সদরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ইউএন’র
সাব্বির হাসান, সদরপুর, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
324 বার দেখা হয়েছে
০
ফরিদপুরের সদরপুর উপজেলার ৯টি ইউনিয়নের কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কৃষি অফিসের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা বিধান রায়, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মাদ আরিফ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন আহম্মেদ।
জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে কৃষি পুর্নবাসন ও প্রণোদনা কর্মসুচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে এসব বীজ ও সার বিতরন করা হয়। প্রণোদনার আওতায় রয়েছে উপজেলার ৯টি ইউনিয়নের ২৭শত কৃষক। প্রতিজন কৃষকের মাঝে ১কেজি সরিষা বীজ, এমওপি এবং ডিএফপি ১০কেজি করে।