• ঢাকা
  • শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
চরভদ্রাসনে ‘নো মাস্ক নো সার্ভিস’ অভিযানে জরিমানা আদায়

একশো পথচারীর মাঝে ফ্রি মাস্ক বিতরন করলেন ইউএনও

 ফরিদপুরের চরভদ্রান উপজেলা সদরে স্বাধীনতা চত্তর সংলগ্ন প্রধান সড়কে বৃহস্পতিবার সন্ধা ৬ টায় ইউএনও জেসমিন সুলতানার নেতৃত্বে ‘নো মাস্ক নো সার্ভিস’ অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে মাস্ক ব্যবহার না করার দায়ে ১৯ জন পথচারীর কাছ থেকে নগদ ২ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত।

এ সময় মাস্ক ব্যাবহারের উপর তাগিদ দিয়ে প্রায় একশো পথচারীর মাঝে বীনামূল্যে মাস্ক বিতরন করেন ইউএনও  জেসমিন সুলতানা। এ অভিযানে অন্যরা হলেন-চরভদ্রাসন থানার এসআই রেজাউল, মোবাইল কোর্ট পেশকার মোঃ সাদ্দাম হোসেন ও তিন পুলিশ কনষ্টেবল।

জানা যায়, এ ‘নো মাস্ক নো সার্ভিস’ অভিযানে পথচারীরা মাস্ক ব্যবহার না করার দায়ে প্রতিজন পথচারীকে ১/২শ’ টাকা করে ১৭ জনের কাছ থেকে নগদ ২ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় মাস্ক ব্যবহারের উপর গুরুত্ব দিয়ে প্রতিজন পথচারীকে একটি করে প্রায় একশো জনকে বীনামূল্যে মাস্ক বিতরন করেন ইউএনও।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে দ্বিতীয় ধাপে করোনা ভাইরাস সংক্রমন বৃদ্ধি পাওয়ার শুরুতে মাস্ক ব্যবহারের উপর গুরুত্ব দিয়ে বিভিন্ন সভা-সেমিনার ও গনসচেতনতা মূলক মাইকিং করা হয়েছে। এরপরও স্হানীয়রা স্বাস্হ্য বিধি মেনে চলছেন না। তাই সর্বসাধারনের মাঝে মাস্ক ব্যাবহারের অভ্যাস গড়ে তোলার অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা ও বীনামূল্যে মাস্ক বিতরন করেছেন প্রশাসন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।