চরভদ্রাসনে পদ্মা নদীতে অবৈধভাবে যাত্রী পারাপারের দায়ে ভ্রাম্যমাণ আদালতের ৩০ হাজার টাকা জরিমানা
করোনাভাইরাস পরিস্থিতিতে লকডাউন অমান্য করে ফরিদপুরের চরভদ্রাসন পদ্মা নদীতে অবৈধভাবে যাত্রী পারাপারের দায়ে দুই চালককে ৩০ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমদাদুল হক তালুকদার চরভদ্রাসন থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার জানান, আজ মঙ্গলবার সকালে উপজেলার পদ্মা নদীর মৈনটঘাট ও গোপালপুল ঘাট দিয়ে লক ডাউন অমান্য করে এপার-ওপার যাত্রী পারাপার করার অপরাধে স্প্রীট বোর্ড চালক হাসান বেপারীকে ২০ হাজার টাকা এবং টলার চালক আওয়ালকে ১০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা আদায় করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমদাদুল হক তালুকদার।