মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি:–
ফরিদপুর শহরের গোয়ালচামট শরীয়তউল্লাহ বাজারসংলগ্ন আবাসিক হোটেল গোল্ডস্টার এর একটি কক্ষ থেকে চুনু (৫৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার বাড়ি শরীয়তপুর জেলায়।
জানা যায় বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ টার দিকে হোটেল বয় দরজায় কড়া নেড়ে তাকে ডেকে ওঠাবার চেষ্টা করে। কিন্তু সে সাড়া না দেয়ায় তার সন্দেহ হয়। সে হোটেলের উপরের কার্নিস দিয়ে উঁকি মেরে দেখে গলায় রশি পেঁচানো অবস্থায় উক্ত ব্যক্তির লাশ ঝুলে আছে।
বিষয়টি হোটেল কর্তৃপক্ষ পুলিশকে অবগত করলে ঘটনাস্থলে ডিবি ওসি সুনীল কর্মকার সহ গোয়েন্দা বিভাগের অনেক পুলিশ সদস্য উপস্থিত হন।
পরে দরজা ভেঙে মৃতদেহটি উদ্ধার করা হয়।
হোটেলের রেজিস্ট্রি খাতা অনুযায়ী জানা যায় গত ১৪ফেব্রুয়ারি থেকে তিনি উক্ত হোটেলের ৪০৮ নং কক্ষে অবস্থান করছিলেন।
আর পরিবার সূত্রে জানা যায় গত একমাস ধরে তিনি শরীয়তপুরের বাইরে অবস্থান করছিলেন।
পুলিশ ধারণা করছে পারিবারিক কলহের জের ধরে এই আত্মহত্যা হতে পারে।