• ঢাকা
  • বুধবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
ভোট দিলেন প্রধানমন্ত্রী

ছবি-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী  শেখ হাসিনা জাতীয় সংসদের ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে আজ সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন

আজ সকাল ৯টা ১০ মিনিটে ধানমন্ডিস্থ ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে প্রধানমন্ত্রী ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় প্রধানমন্ত্রীর সাথে কন্যা সায়মা ওয়াজেদ হোসেন উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদের উপ-নির্বাচনে ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনে স্থানীয় সময় সকাল ৯টার সময় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং কোন বিরতি ছাড়াই তা বিকেল ৫টা পর্যন্ত চলবে। নির্বাচন কমিশন ঢাকা-১০ আসনে ইভিএম ব্যবহার করছে। অপর দুই আসনে ব্যালট পেপার ব্যবহার করা হচ্ছে।

২৯ ডিসেম্বর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস পদত্যাগ করলে ঢাকা-১০ নির্বাচনী আসন শূন্য হয়।

ঢাকা-১০ আসনের রিটার্নিং কর্মকর্তা জি এম শাহতাব উদ্দিন বাসস’কে জানান, ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত শফিউল ইসলাম মহিউদ্দিন, বিএনপি’র শেখ রবিউল আলম, জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান, বাংলাদেশ মুসলিম লীগের নবাব খাজা আলী আহসান আসকারি, বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরী এবং পিডিপি’র আবদুর রহিম।

ঢাকা-১০ আসনে মোট ভোটার ৩ লাখ ১২ হাজার ২শ’ ৮১ জন। এখানে ভোট কেন্দ্র রয়েছে ১১৭টি ও ভোট কক্ষ ৭৭৬টি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।