• ঢাকা
  • রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং

গোবিন্দগঞ্জে সুদের উপর নেয়া টাকা পরিশোধ হওয়ার পরেও অন্যের নেয়া টাকার স্বাক্ষী হওয়ায় আরও ২২লাখ টাকার দাবী করে

বসতবাড়ীতে হামলা,মারপিট করে বাড়ী থেকে বের করে দিল দাদন ব্যবসায়ী

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দাদন ব্যবসায়ীর কাছ থেকে সুদের উপর ৫ লাখ টাকা নিয়ে সুদসহ টাকা পরিশোধ করার পরেও অন্যের সুদের টাকার স্বাক্ষী হওয়ায় আরও ২২লাখ টাকার দাবী করে বসত বাড়ীতে হামলা, ভাংচুর,মারপিট করে বাড়ী থেকে বের করে দেয়া দেওয়ায় নিঃশ্ব হয়ে নিজ বাড়ী ছেড়ে অন্যের বাড়ীতে আশ্রয় নিয়েছে।

গোবিন্দগঞ্জ থানার অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামের মৃত আয়নাল হকের ছেলে আইজল হক পেশায় গরু ব্যবসায়ী, একই ইউনিয়নের পাটোয়া গ্রামের মৃত মন্টু সরকারের ছেলে দাদন ব্যবসায়ী সাগরের কাছ থেকে আইজল হক ও তার পরিচিত বন্ধু-বান্ধবগন মিলে ননজুডিশিয়াল ষ্ট্যাম্প ও ফাঁকা চেকে সহি দিয়ে সুদের উপর ৫লাখ টাকা নেয়। বিগত ৩ বছর যাবৎ তিনি ১৪ বিঘা জমি বন্ধকী রাখিয়া ও কিছু জমি বিক্রি করিয়া সুদ-আসলসহ ২০লাখ টাকা পরিশোধ করিয়াছে। তার পরেও তাকে স্বাক্ষী রেখে বিভিন্ন বন্ধু-বান্ধবকে দেয়া শীতল গ্রামের ছমছেল হককে ৩লাখ টাকা,মালেনী পাড়ার নজরুল ইসলামকে ২লাখ টাকা, রাখাল বুরুজের ফেরদৌসকে ৩লাখ টাকা, শীতল গ্রামের সাবু মিয়াকে ১লাখ টাকা,গাছবাড়ীর মতিয়ার রহমানকে ১লাখ টাকা ও শীতল গ্রামের আবু জোহাকে সুদের উপর ৩লাখ টাকা দেয়। এদের মধ্যে আবু জোহা জমি বিক্রি করে সুদসহ টাকা পরিশোধ করিলেও অন্যরা টাকা পরিশোধ না করায় সেই টাকা আইজলের উপর চাপিয়ে দিয়ে সুদসহ আরও ২০/২২লাখ টাকা পাওনা দাবী করে গত এক বছর ৪মাস পূর্বে দাদন ব্যবসায়ী সাগর ও তার ম্যানেজার বিশু কতিপয় সন্ত্রাসী মিলে বসতবাড়ীতে হামলা,ভাংচুর ও মারপিট করে বাড়ী থেকে বের করে দেয় এবং তার পরিবারকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে। এ ঘটনায় পালিয়ে অন্যের বাড়ীতে আশ্রয় নেয়া নিঃশ্ব পরিবারটি বিচার চেয়ে গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।