সজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সুপারস্টার ক্লাব ও মামা ভাগ্নে একাদশের জয়লাভ
সজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সুপারস্টার ক্লাব ও মামা ভাগ্নে একাদশ জয়লাভ করেছে।
দুদিন বিরতির পর সজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আজ মঙ্গলবার হতে দ্বিতীয় রাউন্ডে খেলার শুরু হয়েছে। এতে প্রথম ম্যাচে সুপারস্টার ক্লাব ও দ্বিতীয় ম্যাচে মামা-ভাগ্নে একাদশ জয়লাভ করেছে। এরমধ্যে মামা-ভাগনে একাদশ সাডেন ডেথ পদ্ধতিতে জয়লাভ করেছে। দিনের প্রথম ম্যাচে সুপারস্টার ক্লাব ৩/২ গোলের ব্যবধানে সজীব স্মৃতিকে পরাস্ত করে। বিজয়ী দলের পক্ষে রাজিব, আলাউদ্দিন ও শানু ১ টা করে গোল করে।
অন্যদিকে সজীব স্মৃতির পক্ষে একটি করে গোল করে রাকিব ও অনিক। দিনের দ্বিতীয় ম্যাচে মোকাবেলা করে মামা-ভাগ্নে বনাম হানিফএকাদশ। খেলা নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র ছিল । এরপর টাইব্রেকারে ২/২ গোলে সমতা আনে। শেষে সাডেন ডেথ পদ্ধতিতে ৩/২ গোলে ম্যাচ জিতে মামা-ভাগ্নে একাদশ।