• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ ইং
মধুখালীতে দাদা কর্তৃক ধর্ষিত নাতনি! স্বামী ও সন্তানের স্বীকৃতি চায় জোসনা

ফরিদপুরের মধুখালীতে স্বামীর স্বীকৃতি ও বিবাহ বহির্ভুত দাদার দেওয়া কাম-লালসার শিকার নাতনী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বিধবা জোসনা বেগম (৪০)। জোসনা বেগমের মধুখালী থানায় লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার কোরকদি ইউনিয়নের পুরান মধুখালীতে প্রায় ১০ বছর আগে স্বামী আশরাফ শেখ মৃত্যু বরন করেন। স্বামীর মুত্যুর পর থেকেই বাড়ীর পাশের মৃত ওমর আলী শেখের ছেলে কাওসার শেখ (৬২) বিভিন্ন অছিলায় ও ছলনায় ভুলিয়ে ভালিয়ে জোসনা বেগেমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন । প্রেমের সম্পর্ক থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তুলেন কাওসার শেখ।

প্রেম আর দাদার ভালবাসা নিয়ে জোসনা বেগম জীবনের চাকা সচল করতে সৌদি আরব প্রবাসী হন, উভয়ে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেন। সৌদি আরবে ৩ বছর অবস্থানের সময় প্রায় ৫ লক্ষ টাকা জোসনা বেগম তার মা রেবেকা বেগমের কাছে পাঠান। বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে রেবেকা বেগমের কাছ থেকে ৫ লক্ষ টাকা হাতিয়ে নেন কাওসার শেখ । ৩ বছর পূর্বে জোসনা বেগম প্রবাস জীবনের অবসান ঘটিয়ে বাড়ীতে ফিরে আসেন। জোসনা বেগম বাড়ীতে আসার পর কাওসার শেখ বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়মিত শারীরিক মিলামিশা করতে থাকেন। টাকার হিসাব চাইলে ১ লক্ষ টাকার ঘর তৈরীর হিসাব দেন কাওসার শেখ । বাকী টাকার জমি লিখে দিবেন এবং বিয়ে করবেন প্রলোভনে নিয়মিত শারীরিক মিলামিশা করতে থাকেন।

জমি আর বিয়ের আশায় সব উজাড় করে দেন কাওসার শেখকে জোসনা বেগম। তাদের এ মিলামিশায় সন্তান সম্ভবা হলে জোসনা বেগম কাওসার শেখকে জানান এবং দ্রুত বিয়ের চাপাচাপি করলে আল্ট্রাসোনগ্রামের মাধ্যমে জোসনা বেগম মা হচ্ছেন নিশ্চিত হয়ে দুরত্ব বজায় রেখে চলেন কাওসার শেখ। বাচ্চা নষ্ট করতে চাপ দেন তিনি, এদিকে এক দুই করে সময় গড়িয়ে যায় অনেক দুর। পেটের বাচ্চা নষ্ট করতে জীবনের ঝুঁকি আছে ডাক্তার জানালে এবং এলাকায় জানাজানি হয়ে যায় । লোকচক্ষুর অন্তরালে যথাসময়ে দাদার দেওয়া একটি পুত্র সন্তানের জন্ম দেন জোসনা বেগম । চেষ্টা করে জোসনার পরিবার বিয়ে এবং সন্তানের স্বীকৃতি আদায় করতে ব্যার্থ হয়। কিন্ত কাজের কাজ কিছুই হয় না। জোসনা বেগম মধুখালী থানায় বিয়ে এবং সন্তানের স্বীকৃতির দাবীতে একটি অভিযোগ দিলে প্রতারক প্রেমিক দাদা ঘরবাড়ী ছেড়ে পালিয়ে যায়। পুলিশ এবং এলাকাবাসী প্রেমিক দাদা কাওসার শেখকে খুজছে। কাওসার শেখ ও জোসনা বেগমের একই পাড়ায় বাড়ী হওয়ায় তারা সম্পর্কে দাদা এবং নাতনী ।

এ ব্যাপারে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আমিনুল ইসলামের কাছে মোবাইলে জানতে চাইলে তিনি জানান অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে অভিযুক্তের বিরুদ্ধে। তিনি আরো জানান যেহেতু দুজনের সম্মতিতে শারীরিক মিলামিশা হয়েছে ধর্ষন বলা যায় না,যে কারনে জোসনা বেগম সন্তানের জন্ম দিয়েছেন। সন্তানের পিতার পরিচয়ের জন্য কোর্টে মামলা করতে হতে পারে জোসনা বেগম। ডিএন এ পরীক্ষার মাধ্যমে কোর্ট ফায়সালা দিতে পারবে জোসনা বেগমের সন্তানের পিতা কে ?

 

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।