• ঢাকা
  • শুক্রবার, ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মে, ২০২৪ ইং
রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে মাঠে ফরিদপুর প্রশাসন

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে মাঠে নেমেছেন ফরিদপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। করেছেন বাজার মনিটরিং। সাথে দাম সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের দিয়েছেন হুঁশিয়ারী। এসময় তারা বাজারের বিভিন্ন দোকান পর্যবেক্ষণ করেন এবং মূল্যতালিকাও যাঁচাই করেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে ফরিদপুর শহরের বিভিন্ন নিত্যপণ্যের দোকানে এ অভিযান চালায়।

এ অভিযানের সময় বিভিন্ন নিত্যপণ্যের দোকানে পণ্যের দাম ক্রেতাদের কাছে থেকে বিক্রেতাদের সুলভ মূল্য নিতে দেখা যায়।

দাম সহনীয় রাখতে ও বাজার মনিটরিং এবং সচেতনতামূলক এ কার্যক্রমে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোর্শেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ফরিদপুর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শৈলেন চাকমা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), ফরিদপুরের ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ, ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) তুহিন লস্কর, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ।

প্রতিবেদক
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি
মোবা : ০১৭৪৪৪৮৫৩০০

তাং: ২১-০৩-২০২৪ ইং

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।