• ঢাকা
  • বুধবার, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ ইং
সড়কটি কার, মেরামত করবে কারা?

এস চাঙমা সত্যজিৎ,বিশেষ প্রতিনিধি (CHT) :

খাগড়াছড়ি পানছড়ি সড়কের পাশে নালকাটা লোকালয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এক যুগ ধরে ইটভাটার কাজ চালিয়ে যাচ্ছে ভাটার মালিকরা। খাগড়াছড়ি পানছড়ি সড়কের পঁচিশ (২৫) কিলোমিটার। এর মধ্যে ইটভাটায় দখল করেছে এক কিলোমিটার। এ এক কিলোমিটার সড়কটি কার? কারণ সড়ক ও জনপথ বিভাগ এ এক কিলোমিটার সড়কের সংস্কার ও মেরামত করেনি দীর্ঘ সময় ধরে। তাই মানুষের স্বাভাবিক প্রশ্ন জাগে সড়কটি কার?

সড়ক বিভাগ সংস্কার না করায় সড়কের বেহাল দশা। খানা খণ্ডে ভরা বৃষ্টিতে কাদায় কাদায় পরিপূর্ণ। শুষ্ক মৌসুমে কথাই নেই। ধূলাবালির রাজ্যে সড়ক অদৃশ্য। যান বাহন, পথচারি, কর্মকর্তা কর্মচারী পানছড়ি খাগড়াছড়ি কত আসা যাওয়া করে। কিন্তু কারোর দৃষ্টি নেই। পরিবেশ দুষণের প্রতি কারো ভ্রুক্ষেপ নেই। শুধু টাকার টাকা খেলা। টাকায় সবকিছু টাকায় উন্নয়ন। টাকায় সবকিছু কেনা যায়। অফিস আদালত দলের নেতাকর্মীসহ কর্মকর্তাদের। এ সড়ক দিয়ে প্রশাসনের অনেক কর্তাব্যক্তিরাও যাতায়াত করে। কিন্তু কারোর চোখ পড়েনি এ ইটভাটার।

তাই এসব বিবেচনা না করেই এক পলকে দেখা ছাড়া কোন উপায় নেই। সকলেই দর্শকের ভূমিকায়। শুধু পাগলের মতো প্রলাপ বকতে হবে এ “”সড়কটি কার””???

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।