জিল্লুর রহমান রাসেল, স্টাফ রিপোর্টারঃ ফরিদপুরে এক আওয়ামী লীগ নেতার স্ত্রীর করোনা শনাক্ত হওয়ার পর তাকে চিকিৎসা দেওয়া দুই চিকিৎসককে হোম কোয়ারেন্টাইন করা হয়েছে। এ ছাড়া হোম কোয়ারেন্টাইন করা হয়েছে আরোগ্য সদন হাসপাতালের নার্স, আয়া ও স্টাফসহ আরও নয়জনকে।
গত রবিবার ১৯ এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে শহরের কমলাপুর মহল্লা এলাকায় বসবাসকারী ঐ আ.লীগ নেতার স্ত্রীকে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে আরোগ্য সদন হাসপাতালে ভর্তি করা হয়। দুইজন চিকিৎসক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে রাতেই তাকে ঢাকায় স্থনান্তর করেন।
এদিকে এ খবর মঙ্গলবার শহরে আসা মাত্র প্রশাসনের তরফ থেকে তাকে চিকিৎসা দেয়া দুই চিকিৎসক ডাঃ কামালউদ্দিন ও ডাঃ ওয়াহিদুজ্জামানকে তাদের বাড়িতে হোম কোয়ারেন্টাইন এ পাঠানো হয়েছে। একই সাথে তাকে সেবা দেয়া তিন নার্স, তিন ওর্য়াড বয়, এক জন আয়া, একজন ক্লিনার এবং একজন অফিস সহকারীসহ মোট ১১জনকে হাসপাতালের ১০ম তলায় হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করেছেন হাসপাতাল কৃর্তপক্ষ।
ঐ হাসপাতালের একজন পরিচালক জানান, মঙ্গলবার সকালে এ খবর জানার পর যেসব চিকিৎসক, নার্স ও স্টাফ ওই নারীকে চিকিৎসা দিয়েছেন তাদের সকলকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান জানান, আমরা বিষয়টি জানার সাথে সাথে তাকে চিকিৎসা দেয়া ডাক্তার, নার্স, ওর্য়াড বয়সহ ১১জনকে হোম কোয়ারেন্টাইনের ব্যাবস্থা করেছি। একই সাথে তার স্বজন ও আশেপাশের যার যার সাথে তিনি মেলামেশা করেছেন তাদের সকলকে ট্রেস করে তাদেরকেও হোম কোয়ারেন্টাইন এর ব্যবস্থা করার কাজ চলছে। বিষয়টি দেখভালের জন্য কোতয়ালী থানাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
কোতয়ালী থানার সেকেন্ড অফিসার এস আই বেলাল হোসেন বলেন, ঐ আ.লীগ নেতার বাড়িটি লকডাউন করা হয়েছে।