নিরজ্ঞন মিত্র ( নিরু) ( ফরিদপুর জেলা প্রতিনিধি)
ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে জেলার সার্বিক উন্নয়নের উপরে বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলার ৯ টি উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ অংশগ্রহন করেন।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) দীপক কুমার রায় , জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুর রশিদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ শীলা রানী মন্ডল প্রমূখ। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ও কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।