• ঢাকা
  • রবিবার, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ ইং
ফরিদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিরঞ্জন মিত্র ( নিরু)( ফরিদপুর জেলা প্রতিনিধি)”গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন এবং ফরিদপুর সার্কেল বিআরটিএ ও সড়ক ও জনপথ বিভাগের আয়োজনে, (২২ অক্টোবর) শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ তাসলিমা আলী এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, রোড সাইন চিহ্নিতগুলো সঠিক ভাবে চিনতে হবে, যেমন বিভিন্ন ধরনের ট্রাফিক সাইন, সতর্কতামূলক চিহ্ন, তথ্যমূলক চিহ্ন ও পথনির্দেশক চিহ্ন। এইসব চিহ্নিত না চিনলে আমরা দূর্ঘটনায় পরতে পারি।
চলন্ত গাড়িতে চালক হেডফোন বা মোবাইল ফোন ব্যাবহার থেকে বিরতি থাকতে হবে। বেপরোয়াভাবে গাড়ী চালানোর কারনে দেশের সড়ক মহাসড়ক গুলোতে প্রতিদিনই দূর্ঘটনা ঘটছে। ওভার স্পিড, ওভার টেকিং, গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। এতে আমাদের আপনজনকে হারাতে হচ্ছে। এই বিষয়গুলোর দিকে বিশেষ খেয়াল রাখতে হবে।
তাই সড়ক দুর্ঘটনার রোধে অদক্ষ, অপ্রাপ্ত বয়স্ক চালক, সহযোগীদের দিয়ে গাড়ি চালানো বন্ধ করতে হবে।
সেই সাথে ফিটনেস বিহীন গাড়ি চালানো থেকে বিরত থাকতে হবে। এ সকল বিষয়গুলো খেয়াল করে গাড়ি চালালে সড়ক দূর্ঘটনাটা কমে আনা সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন হাইওয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সামছুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেল্লালউদ্দিন ভূইয়া, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান সুমেল, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ১২ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর গোলাম মোহাম্মদ নাছির, জেলা ট্রাক ড্রাইভার মালিক সমিতির সভাপতি মোঃ শাহিন চৌধুরী, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আক্কাস হোসেন, বিআরটিএ সহকারী পরিচালক মোঃ এমরান খান।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জেলা বাস মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আলম ভূইয়া, জেলা মিনিবাস মালিক গ্রুপের নব নির্বাচিত সাধারণ সম্পাদক সোবহান মুন্সি, মটরযান পরিদর্শক হাবিবুর রহমান প্রমূখ।

আলোচনা সভা শেষে এসময় চালকদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিওয়া হয়।

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জেলা বাস মালিক গ্রুপ, মিনিবাস গ্রুপের নের্তবৃন্দ ও চালকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোটরযান পরিদর্শক এনামুল হক ইমন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।