• ঢাকা
  • শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
সদরপুরে ছমির চেয়ারম্যান সম্মানীভাতা দিলেন করোনা তহবিলে

মোঃ সাব্বির হাসান,সদরপুর: ফরিদপুরের সদরপুর উপজেলার ৫নং ভাষানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছমির বেপারী তার তিন মাসের সম্মানী ভাতা ফরিদপুর জেলা প্রশাসকের করোনা তহবিলে দিয়েছেন।

জেলা প্রশাসকের ত্রান তহবিলে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদারের হাতে তিন মাসের এ সম্মানী ভাতার নগদ অর্থ তুলে দেন ইউপি চেয়ারম্যান ছমির বেপারী।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঘরে থাকা কর্মহীন দুস্হ-অসহায় মানুষকে সরকারি ও বেসরকারি উদ্যোগে খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে।  ছমির বেপারী তার ইউনিয়নের জনগনের মাঝে ও সরকারি ত্রান সরকার নির্দেশিত মোতাবেক দিচ্ছেন। ব্যতিক্রম উদ্যোগ হিসাবে ফরিদপুর জেলার মধ্যে তিনিই প্রথম ইউপি পরিষদ চেয়ারম্যান হিসেবে জেলা প্রশাসকের করোনা তহবিলে এ অর্থ জমা দেন।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোঃ ছমির বেপারী বলেন, আমি আমার সাধ্যমত আর্থিকভাবে হতদরিদ্র,কর্মহীন দুস্হ-অসহায় মানুষের জন্য এতটুকু করতে পেরেছি। সমাজের অন্যান্য চেয়ারম্যান ও ধনীদের ও তিনি আহব্বান জানান করোনা প্রাদুর্ভাবে থাকা মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার বলেন, ইউপি চেয়ারম্যান তার তিন মাসের সম্মানীভাতা আমাদের হাতে দিয়েছেন। করোনা প্রাদুর্ভাবে থাকা মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানাই।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।