• ঢাকা
  • শনিবার, ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মে, ২০২৪ ইং
ফরিদপুরের চরাঞ্চলে বারি তিল-৪ এর উৎপাদন কার্যক্রমের উপর মাঠ দিবস অনুষ্ঠিত

নিরঞ্জন মিত্র (নিরু) ( ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

বাংলাদেশে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের অর্থায়নে তৈলবীজ গবেষণা কেন্দ্র, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই), গাজীপুর এবং সরেজমিন গবেষণা বিভাগ (সগবি), বিএআরআই, ফরিদপুর কর্তৃক আয়োজিত গত (২১ মে শনিবার) সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের হাজী সাবের মাতুব্বর ডাঙ্গী গ্রামে বারি তিল-৪ এর উৎপাদন কার্যক্রমের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

সরেজমিন গবেষণা বিভাগের
বৈজ্ঞানিক সহকারী কে এম গোলাম মোস্তফা এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন স্থানীয় অগ্রগামী কৃষক মোঃ আয়নাল শেখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর সরেজমিন গবেষণা বিভাগের অঞ্চলর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহম্মেদ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, তিল বাংলাদেশের তৃতীয় ভোজ্য তেল ফসল। বাংলাদেশে প্রায় ৮৯ হাজার হেক্টর জমিতে তিল চাষ হয়। তিলের বীজে ৪২-৪৫ ভাগ তেল ও ২০ ভাগ আমিষ থাকে। স্থানীয় জাতের তিলের ফলন যেখানে মাত্র শতক প্রতি তিন কেজি সেখানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বারি তিল-৪ এর ফলন শতক প্রতি সাড়ে ৫ কেজি’র উপরে। রোগ সহনশীল জাতটি বপন সময় থেকে পরিপক্ক হতে ৯০-৯৫ দিন সময় লাগে। শুটিতে বীজের সংখ্যা বেশী থাকে এবং বীজের ত্বক গাঢ় লালচে বর্ণের। কৃষক পর্যায়ে আবাদ হলে দেশে তেলের চাহিদা অনেকাংশে পূরণ করা সম্ভব হবে।

অনুষ্ঠানটিকে আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বৈজ্ঞানিক সহকারী বৃন্দ ও
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানে মোট পঞ্চাশ জন কৃষক-কৃষাণী অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে সগবি কর্তৃক বাস্তবায়িত বারি তিল-৪ এর উৎপাদন প্লটের মাঠ কৃষক সমাবেশে আগত কৃষক কিষাণীরা পরিদর্শণ করেন ও শুটি দেখে আনন্দ প্রকাশ করেন এবং পরবর্তী মৌসুমে বারি তিল-৪ জাতের তিল আবাদে আগ্রহী প্রকাশ করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।