নগরকান্দায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়
শফিকুল খান জনি,নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নগরকান্দা থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন।
গতকাল (২১ নভেম্বর) রবিবার সন্ধ্যায় নগরকান্দা থানার তার নিজ কার্যালয়ে এ সভার আয়োজন করেন।
প্রথমেই ওসি হাবিল হোসেন সভায় উপস্থিত সকল সাংবাদিকদের সাথে পরিচিতি পর্ব শেষ করেন ও সকলের খোজ খবর নেন।
এবং পরবর্তী দিনগুলোতে পুলিশ সাংবাদিক মিলেমিশে কাজ করে উপজেলাকে একটি অপরাধ মুক্ত আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে পারেন সে আশাবাদ ব্যক্ত করেন।