এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা জেলা)প্রতিনিধি// বৈশ্বিক মহামারী করোনা মোকাবেলা বিশ্বের মানুষ যখন অসহায়ত্বে হাহাকার তখনই পাঁশে দাড়াচ্ছে মানব সেবায় সুশীল সমাজের ব্যাক্তিরা।
কুমিল্লা-৪ সংসদ সদস্য দেবীদ্বারের নির্বাচিত(এমপি) আলহাজ্ব রাজী মোহাম্মদ ফখরুল তার নিজস্ব অর্থায়নে উপজেলার ২০,০০০ হাজার অসহায় কর্মহীন হতদরিদ্রের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন।
বৃস্পতিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ওই খাদ্য সামগ্রী উপহার বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন রাজী মোহাম্মদ ফখরুল (এমপি)।
তিনি এক যুগে উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ওয়ার্ড ভিত্তিক অসহায়দের সন্ধান করে দলীয় নেতাকর্মী ও প্রশাসনের মাধ্যমে ওই ত্রান সামগ্রী ইউনিয়ন পর্যায়ে বিতরণ করেন।
ওই সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন-আমাদের দেশের জনগন গরিব, দুঃখী মানুষ অনেকে না খেয়ে আছে তাই আমাদের এই উদ্যোগ। সকলের বাড়ি-বাড়ি গিয়ে ত্রান বিতরন করে আসতে পারি এমন পরিকল্পনা হাতে নিয়েছি।
এছাড়া তার নির্দেশে উপজেলার দলীয় অংঙ্গসংগঠনের নেতা কর্মীরা অসহায়দের মাঝে ত্রান বিতরন করে যাচ্ছেন।