• ঢাকা
  • রবিবার, ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
দিনাজপুরে ২ দফা দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতাকর্মীরা

শিমুল,দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরে ২ দফা দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতাকর্মীরা

২৩ জানুয়ারী শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সন্মুখ সড়কে সোয়াবিন তেল,চিনি ও চাউলের দাম কমানো এবং বিনামুল্যে করোনা ভ্যাকসিন দেয়ার দাবীতে দিনাজপুরে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ দিনাজপুর জেলা শাখার নেতাকর্মীরা।

বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ দিনাজপুর জেলা শাখার সম্পাদক আনোয়ার আলী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোশাররফ হোসেন নান্নু,জেলা কমিটির সদস্য আখতার আজিজ,রাসেল শাহিন ও ছাত্র নেতা লিটন রায়।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, দেশে সোয়বিন তেলসহ দ্রব্যমুল্যের উর্ধ্বগতিতে জনজীবনে অস্থির অবস্থার সৃষ্টি হলেও সরকারের সেদিকে নজর নেই।

তারা আরো বলেন, সরকার মুখে উন্নয়নের কথা বললেও সারাদেশে খুন,গুম ও ধর্ষনের মহাউতসব চলায় মানুষ আজ তাদের বেঁচে থাকার ন্যুনতম অধিকার হারিয়ে ফেলেছে। বিচারহীনতার সংস্কৃতি যেন আমাদের আষ্টেপৃষ্টে আকড়ে ধরছে। বক্তারা,করোনার ভ্যাকসিন জনগনের মধ্যে বিনামুল্যে বিতরণের জন্যে সরকারের কাছে জোর দাবী করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।