• ঢাকা
  • রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং
সালথায় লকডাউনের ১ম দিনে তৎপর প্রশাসন

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ঈদের পরে সরকার ঘোষিত কঠোর লকডাউনের প্রথমদিনে ফরিদপুরের সালথায় তৎপর রয়েছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। লকডাউন বাস্তবায়ন করতে ঘুরি ঘুরি বৃষ্টির মধ্যে শুক্রবার উপজেলার সদর বাজার এলাকাসহ বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার। এসময় থানা পুলিশ ও আনসার সদস্য বাহিনী উপস্থিত ছিলেন।

অভিযারনকালে সালথা সদর বাজারে বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, লকডাউন বাস্তবায়ন করতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। এসময় লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় এক ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।

এদিকে কঠোরভাবে লকডাউন পালন করার জন্য সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভিন্ন বাজারে কাঁচা বাজার ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খোলা রাখার জন্য স্থানীয় প্রশাসনের তরফ থেকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছ।

২৩ জুলাই ২০২১

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।