ডিবি পুলিশ কর্তৃক এক (১) নারী মাদক ব্যবসায়ী আটক
নারী মাদক ব্যবসায়ী আটক
ফরিদপুর শহরের পূর্বখাবাসপুর মহল্লায় সোমবার ডিবি পুলিশ অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ীকে ফেনসিডিলসহ আটক করেছে। গোপন সংবাদের ভিক্তিতে পূর্বখাবাসপুর মহল্লায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসময় হামিদা বেগম (৪৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার হেফাজতে থাকা ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত হামিদা বেগমের স্বামীর নাম আবুল কাসেম। ডিবি জানায়, দীর্ঘদিন ধরে হামিদা বেগম মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। মাদকসহ হাতেনাতে আটকের পর তাকে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে।