• ঢাকা
  • শুক্রবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ ইং
ভাঙ্গায় বাসের চাকায় পিষ্ট হয়ে আপন দুই ভাই নিহত

মোঃ রমজান শিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা-২৪/৭/২০২৩
ভাঙ্গা ঢাকা হাইওয়ে এক্সপ্রেসের ভাঙ্গা গোল চত্বর ফ্লাই ওভার এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে আপন দুই ভাই নিহত হয়েছে। নিহতরা হলো মেহেরপুর জেলার মেহেরপুর থানার নতুন দরবেশপুর গ্রামের আদম আলীর পুত্র মাহফুজুর রহমান (২৯) ও তার ছোট ভাই হামিম(১৪)। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল তিন ঘটিকার সময়। পুলিশ ঘাতক বাসটিকে আটক করে লাশ দুটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক জুয়েল জানায়, দুপুরে ট্রেনে দুই ভাই ভাঙ্গা রেল স্টেশনে নেমে ভাঙ্গা গোল চক্কর ফ্লাইওভারের হাইওয়ে এক্সপ্রেস পার হচ্ছিল সে সময় ঢাকা গামী ইলিশ পরিবহন ( ঢাকা মেট্রো ব-১৪- ৬০৫৭) তাদের দুই ভাইকে বাসের চাকায় পিষ্ট করে পালিয়ে যেতে থাকে। এতে করে দুই ভাই চাকায় পিষ্ট হয়ে দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। সেসময় বাসের ভেতরে যাত্রী ও স্থানীয় জনতার তারা খেয়ে বাসটি ফেলেই চালক পালিয়ে যায়। বাসটিকে উদ্ধার করা হয়েছে। নিহত দুই ভাইয়ের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। তারা এলেই লাশ হস্তান্তর করা হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।